আজ ১২ রবিউল আওয়াল, রোজ সোমবার। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন। মহান আল্লাহ্ সোবহানুতায়ালা পথ হারা বনি আদমকে হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন। তখন গোটা আরবে গভীর অন্ধকার নেমে এসেছিল। ত্রাহি ত্রাহি রবে কেঁদে ছিল সত্যের বানী। মাইট ইজ রাইট নীতিতে বিশ্বাসী ছিলো গোটা আরবজাতী। ঠিক সেসময় হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য মহান রব পাঠিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ (সাঃ)কে। নিম্নে নবী (সাঃ) এর সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হলো।
সিরাত অর্থ জীবনী। তবে সীরাত বলতে রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনীই বোঝানো হয়ে থাকে। রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনে যা কিছু ঘটেছে, তার সাথে সম্পৃক্ত, সরাসরি বা পরোক্ষভাবে, তাঁর চারিত্রিক দিক, পারিবারিক জীবন, সামরিক জীবন, এককথায় রাসূলুল্লাহ (সাঃ) এর সকল দিক সীরাতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ (সাঃ) এর জীবন মুমিনদের জন্য সর্বোত্তম আদর্শ বা নমুনা। তাই সীরাতুন্নবী মানে নবীর জীবনী।
বিশ্ব নবীর (সাঃ) জন্ম: বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) এর পবিত্র জন্ম হয় রবিউল আউয়াল মাস, সোমবার, আম্মুল ফিল (হস্তি বর্ষ) মোতাবেক ৫৭০ খ্রীঃ। তাঁর জন্মের ৬ মাস আগে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন।
নিজের দাদা আব্দুল মুত্তালিব তাঁর নাম রাখেন ‘মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব’। মমতাময়ী মা হযরত আমেনার পক্ষ থেকে তাঁর নাম রাখা হয় ‘আহমদ’। নিজ মাতা এবং আবু লাহাবের আযাদকৃত বাঁদী সুওয়াইবাহ (রাঃ) কিছুদিন তাঁকে দুগ্ধ পান করান।
কুরাইশ বংশের ঐতিহ্য অনুযায়ী হযরত হালিমা সাদিয়া (রাঃ) কে দুগ্ধপান ও লালনের জন্য দেওয়া হয়। সেখানে চার বছর বয়সে নবী(সাঃ) এর বক্ষ বির্দীর্ণ করার ঘটনা সংঘটিত হয়। রাসূল (সাঃ) প্রায় ছয় বছর হযরত হালিমা সাদিয়ার হাতে লালিত পালিত হন।
রাসূল (সাঃ)- এর মাতা হযরত আমেনার ইন্তেকাল হয় তখন নবী (সাঃ) এর বয়স ছিলো ৬ বছর।
৭ বছর বয়স: থেকে তিনি দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত হন।
৮ বছর বয়সে: দাদা ইন্তেকাল হয়। এর পর থেকে চাচা আবু তালেবের হাতে লালিত হন।
১২ বছর বয়সে সিরিয়া গমন: চাচার সাথে সিরিয়ার ব্যবসায়িক সফরের সঙ্গী হন। আকাশের এক খন্ড মেঘ মরুভূমির উত্তাপ থেকে মুহাম্মদ (সাঃ) কে ছায়া দিয়ে নিয়ে যায়। এই সফরে বুহাইরা তাঁর নবুওয়াতের ভবিষ্যদ্বাণী করেন।
মক্কাবাসীর (পাঁচ বংশীয় চুক্তি) হিলফুল ফুজুল নামের একটি সামাজিক সংগঠন করে চুক্তিতে অংশগ্রহন করেন।
২৫ বছর বয়সে বিবাহ বন্ধন: রাসূল (সাঃ) হযরত খাদিজা (রাঃ) এর ব্যবসায়িক অংশীদার হিসেবে সিরিয়ার দ্বিতীয় সফর করেন। এই সফর থেকে প্রত্যাবর্তনের কিছুদিন পর তাঁর সততা, নিষ্ঠা, ব্যবসায়িক মুনাফা ও উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য অবলোকন করে হযরত খাদিজা (রাঃ) রাসূল (সাঃ) – এর কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কাবাঘর তৃতীয়বার সংস্কারের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে মুহাম্মদ (সাঃ) নিজ হাতে পাথর স্থাপন করেন এবং এর মাধ্যমে পরস্পর যুদ্ধান্দেহী আরব গোত্রগুলোর মধ্যে ভালোবাসা ও সম্প্রতি সৃষ্টি করতে সক্ষম হন।
মুহাম্মদ (সাঃ) এর উন্নত চরিত্র, সততা, ও আমানতদারিতার জন্য তৎকালীন গোটা মক্কাবাসী তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন।
৩৯ বছর বয়স পর্যন্ত নিজের এমন নজির বিহীন সততা, নিষ্ঠা, কর্মতৎপরতা ও কীর্তি স্থাপন করেন, যার কারণে আপন-পর-সকলের মুখে তাঁর সততা ও নিষ্ঠার কথা উচ্চারিত হতে থাকে।
তিনি বেশির ভাগ সময় হেরাগুহাতেই ব্যয় করেছেন। এখানেই তাঁকে নবুওয়াতের তাজ পরানো হয়। তাঁর ওপর সূরায়ে আলাকের প্রথম পাঁচ আয়াত অবতীর্ণ হয়। এই মতানুযায়ী নবুওয়াতপ্রাপ্তির সময় তাঁর বয়স ছিল ৪০ বছর।
নবুওয়াতের দ্বিতীয় বছর: রাসূলে কারীম (সাঃ) গোপনে তাবলীগে দ্বীনের কাজ শুরু করেন। এই বছরই হযরত খাদিজা ৯রাঃ), হযরত ওয়ারাকা ইবনে নাওফল (রাঃ), হযরত আলী (রাঃ), হযরত আবু বকর সিদ্দীক (রাঃ), হযরত আফীফ কিন্দী (রাঃ), হযরত তলহা (রাঃ), হযরত সা’আদ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ), হযরত খালেদ ইবনে সাঈদ (রাঃ), হযরত উসমান ইবনে আফফান (রাঃ), হযরত আম্মার (রাঃ), হযরত সুহাইব (রাঃ), হযরত আমর ইবনে আ’বাসা (রাঃ) এবং হযরত যায়েদ ইবনে হারেসা (রাঃ) ঈমান আনায়ন করেন। এ সকল মহান ব্যক্তিসহ আরো কয়েকজন সাহাবীকে সাবেকীনে আওয়ালীন তথা সর্ব প্রথম সাহাবী বলা হয়।
আল্লাহ তায়ালার পক্ষ থেকে রাসূল (সাঃ) এর প্রতি প্রকাশ্য দাওয়াত দেওয়ার নির্দেশ আসে। রাসূল (সা:) প্রকাশ্য দাওয়াত দিতে আরম্ভ করলে আরব গোত্র বিশেষ করে কুরাইশরা প্রকাশ্য দুশমনী ও বৈরিতায় মেতে ওঠে। মক্কার কাফিররা নবীর সাহাবীদের উপর অত্যাচারের স্টিম রুরাল চালায়। ফলে নবুওয়াতের পঞ্চম বছরে হাবশার প্রতি প্রথম ও দ্বিতীয় হিজরত অনুষ্ঠিত হয়। এই বছরই আবু জেহেলের হাতে হযরত সুমায়্যা (রাঃ) শহীদ হন। ইসলামের জন্য নারীদের মধ্যে তিনিই প্রথম শহীদ।
নবুওয়াতের ষষ্ঠ বছর উমরের ইসলাম গ্রহণ: হযরত হামজা (রাঃ) এবং হযরত উমর (রাঃ) ইসলাম গ্রহন করেন। তাঁদেরকে নিয়ে মসজিদে হারামে প্রকাশ্যে নামায আদায় করা হয়।
নবুওয়াতের সপ্তম বছরে নবী সাঃ কে কুরাইশরা অবরুদ্ধ করে রাখে এবং চুড়ান্ত বয়কটের ঘটনা ঘটে। রাসূল (সাঃ)- এর সাথে বনু হাশেম এবং বনু মুত্তালিবকে শিহাবে আবী তালিবে ৩ বছর অবরুদ্ধ করে রাখা হয়। এতে খাদ্য সংকট দেখা দিলে গাছের পাতা চিবিয়ে খেয়ে জীবন অতিবাহিত করেন নবী সাঃ, তাঁর পরিবার ও সাহাবিরা।
নবুওয়াতের অষ্টম বছরে মুশরিকদের দাবির পরিপ্রেক্ষিতে শক্কে কমর তথা চন্দ্র দ্বিখন্ডিত হওয়ার অকল্পনীয় মুজিযা প্রকাশ পায়।
নবুয়তের দশম বছরে রাসুল সাঃ ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে যান। তায়েফবাসী দ্বীনের দাওয়াত কবুল না করে রাসুল সাঃ কে পাথর মের রক্তাক্ত করেন।
নবুওয়াতের দ্বাদশ বছর রাসূল (সাঃ)- এর ঐতিহাসিক মে’রাজ অনুষ্ঠিত হয়। এ সময় উম্মতের ওপর ৫ ওয়াক্ত নামায ফরজ হয়। এ বছরই বাইআতে উকবায়ে উলা সংঘঠিত হয়। এতে ১২ জন ইসলাম গ্রহন করেন।
নবুওয়াতের ত্রয়োদশ বছর রাসুল সাঃ মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এবছর বাইআতে উকবায়ে ছানিয়া অনুষ্ঠিত হয়। যাতে ৭৩ জন পুরুষ এবং ২ জন নারী ইসলাম গ্রহন করেন। রাসূল (সাঃ) হযরত আবু বকর (রাঃ)- কে সঙ্গে নিয়ে মদীনায় হিজরত করেন।
রাসূল (সাঃ)- এর মাদানী জীবন:
হিজরতের পরের সময়কে রাসূল (সাঃ) এর মাদানী যিন্দেগী বলা হয়। যা ছিল অত্যন্ত গৌরবদীপ্ত সময়। এ সময়গুলোতে রাসূল (সাঃ)- এর অক্লান্ত মেহনত, চেষ্টা, আতউৎসর্গের মাধ্যমে ইসলামের বিজয়কেতন হস্তগত হয়।
রাসূল (সাঃ) হযরত আবু বকর (রাঃ)- এর সাথে তিন দিন সওর গুহায় আত্মগোপন করার পর ১ রবিউল আউয়াল মদীনার দিকে হিজরত করেন। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। মদীনার ইহুদি এবং প্রতিবেশী গোত্রগুলোর মধ্যে নিরাপত্তা ও সম্প্রীতির চুক্তিনামা লেখানো হয়। এ বছর হযরত সালমান ফারেসী (রাঃ) ইসলাম গ্রহন করেন। মসজিদে নববীও প্রতিষ্ঠা করেন এই বছর। আযান ও ইকামতও এ বছর আরম্ভ হয়। আনসার এবং মুহাজেরদের মধ্যে এমন ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, যার উপমা দুনিয়ায় বিরল।
নবী সাঃ মদিনা রাষ্ট্রের রাষ্ট্র প্রধান নির্বাচিত হন এবং মদিনা সনদ তৈরি করেন। সনদের ৪৭ টি ধারায় এবং কুরআনের বিধান মোতাবেক মদিনা রাষ্ট্র পরিচালনা করেন।
দ্বিতীয় হিজরী সালে নবী (সাঃ) এর কাছে এই মর্মে খবর পৌঁছল যে, কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া হতে মক্কার পথে অগ্রসর হচ্ছে। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। নবী (সাঃ) কাফেলাটির পিছু ধাওয়া করার জন্য তিনশত তের জন সাহাবী নিয়ে বের হয়ে পড়লেন। সংবাদ পেয়ে মক্কার কাফেররা সহস্রাধিক সৈন্য নিয়ে দ্রুত বের হয়ে পড়ল। মদিনার দক্ষিণ পশ্চিমে ৮০ মাইল দূরে বদর উপত্যকায় ১৭ রমজান ২ হিজরি / ১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়। এতে মুসলিমদের বিজয় হয়। যুদ্ধে ১৪ জন শহীদ হন মুসলমানদের। আর কাফিরদের নিহত ৭০ ও বন্দী হয় ৭০জন। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত ইসলাম ধর্মের ইতিহাসে প্রথম ও প্রধান যুদ্ধ হলো বদর যুদ্ধ।
একদিন নবীজি (সাঃ) স্বপ্নে হজ্ব পালন করার জন্য মাথা কামানো দেখতে পান। এ কারণেই তিনি হজ্জ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ৬ হিযরি সনের শাওয়াল মাসে ১৪ শত সাহাবী নিয়ে নবীজি (সাঃ) মদীনা হতে মক্কায় হজ্ব পালনের জন্য রওয়ানা হন। এতে কুরাইশরা বাধা প্রদান করলে নবীজি (সাঃ) মক্কার অদুরে হুদায়বিয়া নামক স্থানে আশ্রয় গ্রহণ করেন। এখানে জিলকদ মাসে মুসলমানদের সাথে কুরাইশদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই সন্ধির শর্তানুযায়ী নবীজি (সাঃ) সে বছর লোকজন নিয়ে হজ্ব না করেই মদীনায় ফিরে যান। যদিও এই সন্ধির অনেক শর্তই মুসলমানদের বিরুদ্ধে ছিল তথাপিও ভবিষ্যৎ কল্যাণের আশায় নবীজি (সাঃ) তা মেনে নেন।
ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি ঘটনা, যার মাধ্যমে আল্লাহ্ তা‘আলা তাঁর দ্বীন এবং তাঁর রসূলকে শক্তিশালী করেছেন। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ্ তা‘আলা তাঁর ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসীর হিদায়াতের কেন্দ্রস্থলকে কাফের-মুশরিকদের হাত থেকে মুক্ত করেছেন। এই বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করে। নবী মুহাম্মদ ( সাঃ) ১০ হাজার সাহাবী নিয়ে ৬৩০ খ্রীঃ রক্তপাতহীনভাবে মক্কা নগরী জয় করেন। ইতিহাসে এই ঘটনা মক্কা বিজয় নামে পরিচিত।ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয়। এই বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করা সহজসাধ্য হয়ে পড়ে।
১০ম হিজরি, ৬৩২ খ্রিষ্টাব্দে হজ্জ পালনকালীন সময়ে আরাফাতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ সাঃ কর্তৃক প্রদত্ত খুৎবা বা ভাষণকে বিদায় হজ্জের ভাষণ বলে। হজ্জের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অবস্থানকালে জাবাল- এ-রাহমাত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন। মুহাম্মদ (সাঃ) জীবিতকালে এটা শেষ ভাষণ ছিলো। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণে চূড়ান্ত দিকনির্দেশনা ছিলো। ভাষণে নবী (সাঃ) বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। যত দিন তোমরা এটাকে আকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না একটি হল আল্লাহর কিতাব ( আল কুরআন) আর অপরটি হলো রাসূলের সুন্নাহ ( আল হাদীস )।
নবীজি (সাঃ) মক্কা হতে বিদায় হজ্ব শেষে মদীনায় ফিরে আসার পর হিযরী ১১ সালের সফর মাসে জ্বরে আক্রান্ত হন। জ্বরের মাত্রা অধিক হওয়ায় নবীজির পাগড়ীর উপর দিয়ে উষ্ণতা অনুভব করা যাচ্ছিল। তাঁর এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর বিষ মেশানো খাবার খাওয়ার ফলে। অসুস্থ অবস্থায় তিনি ১১ দিন নামাজে ইমামতি করেন। ক্রমশ অসুস্থতা তীব্র হওয়ায় তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়শার গৃহে অবস্থান করেন। এ সময় তাঁর কাছে মাত্র ৭/৮ দিনার ছিল। তিনি তাও ওফাতের আগের দিন দান করে দেন। অবশেষে হিজরি ১১ সালের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সন্ধ্যায় তিনি ওফাত লাভ করেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
নবী মুহাম্মদ (সাঃ) কে গোছল করান হযরত আলী (রাঃ) এবং স্ত্রী আয়শার ঘরে যেখানে অবস্থান করতেন সেখানেই প্রিয় নবী হয়রত মুহাম্মদ (সাঃ)কে সমাহিত করা হয়।
বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) এর সমগ্র জীবন বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে, মানুষের পার্থিব ও পরলৌকিক জীবনের জন্য যে সকল আদর্শ থাকা প্রয়োজন তার সব কিছুই ছিল নবীজি (সাঃ) এর জীবন আদর্শের মধ্যে। তার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম, শিক্ষা, রাষ্ট্র পরিচালনা তথা সকল ক্ষেত্রে তিনি উত্তম দৃষ্টান্ত রেখে গেছেন।
সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাকের উত্তম উপহার বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)। আল্লাহ পাক নবীজি (সাঃ) এর জীবনাদর্শে আমাদের জীবন পরিচালনা করার তওফিক দান করুন। আমিন।
(তথ্য সূত্র: তাফসীরে তাফহিমুল কুরআন, সিরাতে ইবনে হিশাম, আর-রাহিকুল মাকতুম, মানবতার বন্ধু মুহাম্মদ(সাঃ), উইকিপিডিয়া ও দৈনিক পত্রিকা)
Leave a Reply