মিথ্যে শুনেই খুশি তুমি আমি
এবং নিয়েছি মেনে।
তাইতো আমরা মিথ্যে মিথ্যে
খেলায় গিয়েছি নেমে।
ভালো নয়, তবু আহা কি দারুন
কষ্ট না হলে, “ইস্”!
সব অ্যাক্টিং-এ তুখোড় আমরা
তফাত ঊনিশ বিশ।
মোদ্দা কথাটা হলো গিয়ে এই
সেই ফুল দিই এনে।
যেই ফুল পেলে যে দেবতা খুশি,
এই থিওরিটা মেনে।
পড়ুন>>মাতৃভক্তি -মো. নুরুদ্দীন
Leave a Reply