কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় তিন গরুর মৃত্যু।
রংপুরের কাউনিয়ার মীরবাগ রেলগেটের পূর্ব প্রান্তে সাধু রেল সেতুর কাছে ট্রেনের ধাক্কায় তিনটি গরুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে উপজেলার মীরবাগ রেলগেটের পূর্বপ্রান্তে সাধু রেলসেতুর ধারে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঘাস খাওয়ানোর জন্য তিনটি গরু খুটের সঙ্গে বেঁধে রেখে যান গরুর মালিক সাধু গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম।
গরু বেঁধে রেখে যাওয়ার কিছুক্ষণ পর পৌনে নয়টার দিকে পার্বতীপুর থেকে কুড়িগ্রামগামী লোকাল ট্রেনটি যাওয়ার সময় হুইসেল দিলে গরু গুলো ছোটাছুটি করে রেললাইনের ধার দিয়ে দৌঁড়াতে থাকলে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে গড়িয়ে গড়িয়ে রেললাইনের নীচে পরে মারা যায়। গরু তিনটির মধ্যে দুইটি হালের বলদ,একটি বিদেশী গাভী রয়েছে। যার আনুমানিক মূল্য হবে আড়াই লক্ষ টাকা।
কুর্শা ইউপি সদস্য মোঃ তবারক আলী ট্রেনে কাটা পরে তিনটি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply