হাইব্রিড ধানের চাষ:আমাদের দেশের খাদ্য সমস্যা একটি নিত্য নৈমত্তিক ব্যপার। এজন্য বাংলাদেশের খাদ্য চাহিদা মেটাবার জন্য ধান চাষের বিকল্প নেই। তাই আমাদের খাদ্য সমস্যা সমাধাণ করতে হলে সঠিক পদ্ধতিতে ধানের চাষ বাড়াতে হবে। তাই হাইব্রিড ধান চাষের মাধ্যমে ১৫-২০% বেশি উৎপাদন করা সম্ভব। হাইব্রিড ধান চাষ সম্পর্কে কিছু তথ্য নিম্নে আলোচনা করা হল:
হাইব্রিড ধানের জাত বাছাইকরণ: এমন হাইব্রিড জাতের ধান বাচাই করতে হবে যা অন্য জাতের ধানের চেয়ে বেশি ফলন দেয়। যেমন- হাইব্রিড ধান বীজ হীরা-৫, মানিক-২, সুরমা-৪, তেজ, ইত্যাদি হাইব্রিড ধানের মধ্যে অন্যতম।
জেনে নিন>> লাভজনক পদ্ধতিতে ঝিঙ্গা চাষ পদ্ধতি
হাইব্রিড ধানের বীজতলা প্রস্তুত:ধানের বীজতলা তৈরি করতে জৈব সার ব্যবহার করা উত্তম। পানিতে ডুবে না, গাছের ছায়া পড়ে না এরূপ জায়গা প্রয়োজন মতো পানি দিয়ে বীজতলা তৈরি করার আগে জমিটা কয়েক বার চাষ ও মই দিয়ে থকথকে কাদাময় করে তৈরি করতে হবে।
হাইব্রিড ধানের বীজ বপন: বীজ বপন করার আগে পুষ্ট ও পরিষ্কার বীজ ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রেখে ২-৩দিন বস্তাবন্দি করে জাগ দিয়ে অঙ্কুরিত করতে হবে। এ বীজ হেক্টর প্রতি ২০-২৫ কেজি দরকার হয়। বীজ বপনের ৩-৪ দিন পর থেকে চারা গজানো পর্যন্ত পানি দিয়ে নালা ভর্তি করে রাখতে হবে। এবং যত্ন সহকারে চারা তুলতে হবে যাতে চারার শিকড় না ছিঁড়ে।
মোবাইলেই সার প্রয়োগের মাত্রা ও সময় জানতে ডাউন লোড করুন…….
ডাউন লোড লিংক>> https://play.google.com//apps/details?id=appinventor.ai_mokhlesursdm.Ferti&hl=en&gl=US
হাইব্রিড ধানের চারা রোপণ পদ্ধতি : চারা রোপণ করার আগে জমিটা ৩-৪ বার ভাল করে চাষ দিয়ে নিতে হবে। এ সময় জমিতে হালকা পানি রাখতে হবে। চারার বয়স ২৫-৩০দিন হলে প্রত্যেক গুছিতে ২-৩ টি করে চারা রোপণ করতে হবে। চারা রোপণের সারি হতে সারির দূরত্ব কমপক্ষে হতে হবে ২০ সেমি, চারা হতে চারার দূরত্ব ১৫ সেমি।
হাইব্রিড ধানের চাষের সময়:বোরো মৌসুমে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত চারা রোপণ করা যায়।
হাইব্রিড ধানের চাষের পরিচর্যা ও সেচ:মনে রাখতে হবে সঠিক পরিচর্যার উপরই নির্ভর করে ফসলের উৎপাদন ক্ষমতা। তাই নিয়মিত হাইব্রিড ধানের জমি আগাছা মুক্ত রাখতে হবে। এবং নিয়মিত সেচ দিতে হবে।
হাইব্রিড ধানের চাষের রোগ-বালাই দমন: হাইব্রিড ধানের জন্য মাজরা পোকা, পামরি পোকা, ফড়িং ইত্যাদি খুবই ক্ষতিকর। এছাড়াও বাদমি গাছ, খোল পচা রোগ দেখা দিতে পারে। এসব পোকা ও রোগ হতে রক্ষা পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
হাইব্রিড ধান সংগ্রহ: ক্ষেতের ধান ৯০% পেকে গেলেই ফসল কর্তন করে সংগ্রহ করা যায়।আমাদের দেশের খাদ্য ঘাটতি পূরণের জন্য দেশের কৃষকদের কে সঠিক পরিকল্পনা ও যথাযথ পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ করতে হবে।
[…] জেনে নিন >> হাইব্রিড ধান চাষ পদ্ধতি […]
[…] জেনে নিন >> হাইব্রিড ধান চাষ পদ্ধতি […]
[…] নির্ধারণ করা হয়েছে। জেনে নিন>> হাইব্রিড ধান চাষ পদ্ধতি এসব জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প ১ […]
[…] জেনে নিন>> হাইব্রিড ধান চাষ পদ্ধতি […]