সুচিপত্র -জাহানারা বেগম
ওগো, সুখ জাগানিয়া!!
তুমি কী সুখের ফেরিওয়ালা?
পসরা সাজাও সুখে, সুখে!!
সুখ নিয়ে আসো, সুখ দিয়ে যাও।
ধূসর অপেক্ষায় লাল ইটে পায়ে পায়ে,
রৌদ্র- তাপ আমায় ছুঁয়ে ফেলে।
খুব করে চোখে জল জমে-
সে-
জলে কোন শব্দ হয়না, হয়না কোন রঙ,
রুমালে কি রঙ শব্দ বন্দী হয়?
অকাট্য জীবন !! সুখের আলাপনে,
সুখ জাগানিয়া-
কেবলই দিয়ে যায় কষ্টের সূচিপত্র।
থৈ হীন পৃষ্ঠায় লেখাগুলো পড়ে থাকে,
কোন কালিগোলা অন্ধকারে মুমূর্ষু পটে।
পড়ুন>>জীবনানন্দ দাশের কবিতা : আবার আসিব ফিরে
Leave a Reply