ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বউমাকে ধর্ষন করল হরি।হরি মধুপুর গুদামপাড়া এলাকার মৃত ডাকন এর ছেলে।ধর্ষিতা ঐ নারী সংবাদ মাধ্যমকে জানান, হরি আমার শ্বশুড় হয়। আমার পরের ঘরটি তার ঘর। আমি একদিন তার দোকানে গেলে সে সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে যায়। এবং আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে। আমি যেন কাউকে কিছু না বলি সেই মর্মে অনেক ভয়ভীতি দেয়।
এলাকাবাসি জানান, হরির তার বউমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। আজকের এই বিষয়টি ৩০,০০০/= (ত্রিশ) হাজার টাকার রফাদফা করে বিষয়টি মিমাংশা করেছে। এ বিষয়ে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইউসুফ আলী জানান, আমি এ বিষয়ে কিছু জানিনা।
রুহিয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান শহিদ জানান, বিষয়টি কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply