কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তার উপর হতে এসব মাদকদ্রব্য উদ্ধার করে তারা।
এসময় বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক বহনকারী।
এরপর বড় জয়মনিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিনের সহায়তায় উদ্ধারকৃত মাদক থানায় আনা হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মোবাইল সেটও থানায় জমা দেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে মাদক মামলা দায়ের করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন, তরুণরা তাদের তারুণ্য শক্তিকে কাজে লাগাচ্ছে। এখন মাদকের অশুভ শক্তি বাংলাদেশে স্থান পাবে না। আমরা তাদের পাশে আছি। মাদক অভিযানে পুলিশকে সহযোগিতা করায় উপস্থিত ছাত্রদের মিষ্টি মুখ করান তিনি।
Leave a Reply