কাউনিয়ার টেপামধুপুর ভায়ারহাট সদরা তালুক এলাকার বাসিন্দা ও ভায়ারহাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা (৭৫) আর নেই(ইন্না-লিল্লাহি–রাজেউন)।
তিনি বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা সন্তান রেখে যান।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বিকেলে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টায় তার প্রিয় কর্মস্থল ভায়ারহাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
Leave a Reply