ফেনীতে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে তিনজন আটক করা হয়েছে।
অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচারকালে ৪০০০ হাজর পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০৩ জনকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
দ্বীন মোহাম্মদ সাগর (১৯), পিতা-মোঃ বশির, মাতা-কুলসুমা বেগম, ০২। সঞ্চিতা বেগম (২৫), স্বামী-মোঃ রফিক, পিতা-আব্দুস সালাম, মাতা-নুর আয়েশা, উভয় সাং-ক্যাম্প এল.এম.এস ২৪, ব্লক-বি, লেদি রোহিঙ্গা ক্যাম্প, (উভয়ের মাঝি নুর বক্স), ০৩। খালেদা বেগম (২৭), স্বামী-ছাদেক হোসেন, পিতা-তৈয়ম গোলাল, মাতা-তৈয়ফা খাতুন, সাং-গোদার বিল, ০৫নং ওয়ার্ড, সর্ব থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দেরকে সন্দেহ হইলে তল্লাশী করাকালে আসামীরা জানায় যে, তাহাদের পেটে ইয়াবা ট্যাবলেট রহিয়াছে।
পরবর্তীতে আসামীদের থানায় নিয়া আসিয়া উপরোক্ত ০১নং আসামীকে পুরুষ পুলিশ এবং ০২ ও ০৩নং আসামীদের মহিলা পুলিশ দ্বারা সতর্কতার সহিত তল্লাশীর একপর্যায়ে আসামীগণ স্বেচ্ছায় পেট থেকে পায়ুপথ দিয়ে থানার টয়লেট কক্ষে কৌশলে ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দিলে এসআই/মোঃ মোতাহের হোসেন ফেনী মডেল থানায় উপস্থিত সাক্ষী’দের মোকাবেলায় উপরোক্ত ০৩ জন আসামীদের পেট হইতে বাহির করিয়া দেওয়া মতে সর্বমোট ৪,০০০/- পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান (৩০০×৪০০০)=১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা জব্দ করেন।
পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলাটি রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তাহারা কলা খাওয়ার মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেটের ছোট ছোট পোটলা ভক্ষণ করিয়া পেটে বহন করতঃ ঢাকা সহ দেশের বিভিন্নস্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়া যায়।
Leave a Reply