পৃথিবীর সবচেয়ে দামী মানব বিষ্ঠা
এটিই এপর্যন্ত ফসিল হিসেবে পাওয়া সবচেয়ে বৃহৎ আকৃতির মানব-পুরীষ। ভদ্র শব্দটি বোঝেননি তো? মল। গু। পুপ। নবম শতকের জনৈক অসুস্থ ভাইকিং-এর পুপ এটা।
১২০০ বছর বয়সী এই মলদণ্ডটি মানবেতিহাসের এযাবৎ সবচেয়ে পুরনো মলদণ্ড। এর অফিসিয়াল নাম লয়েডস ব্যাংক কপ্রোলাইট (Lloyds Bank Coprolite). কপ্রোলাইট, আরেকখানা ভদ্র শব্দ, অর্থ ফসিল গু।
পড়ুন>>করোনা ভাইরাসের টিকার মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া!
১৯৭২ সালে, উত্তরপশ্চিম ইংল্যান্ডের ইয়র্কে, লয়েডস ব্যাংকের টিএসবি শাখা বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে এই মহামূল্যবান পটিখণ্ডটির সন্ধান পায় শ্রমিকরা।
কিছুই ফেলনা নয়। বড়ো সাইজের হাগবেন। বলা যায় না, কবে আবিষ্কৃত হয়ে যান!
Leave a Reply