না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক তপন দাসের বড় ভাই।
না ফেরার দেশে চলে গেলেন নীলফামারী জেলার তরুণ সাংবাদিক এবং আন্তর্জাতিক আইন-সহায়তা কেন্দ্র ( আসক) এর নীলফামারী জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক সাংবাদিক তপন দাস এর আপন বড় ভাই ( দাদা) শ্রী অমল চন্দ্র দাস (বিদ্যাং লোকং সগুচ্ছে তু)।
তিনি ভারতের শিলিগুড়ি শহরের স্হায়ী বাসিন্দা ছিলেন। ভারতের শিলিগুড়িস্থ নিজ বাসভবনে তার শেষ কীর্তানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply