কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক নাগেশ্বরী সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আহসানুল্লাহ তামিম এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে গত ৫অগাষ্ট কলেজমোড় এলাকায় রাত দশ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দলের সদস্য সচিব আতিকুর রহমান লেবুর নেত্রিত্বে হামলা করে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানায়, মামলার আলোকে তদন্ত করে দ্রুত মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য ঘটনার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নাগেশ্বরী যুবদলের (সদস্য সচিব) আতিকুর রহমান লেবু, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহবায়ক নুর জামালকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকলপদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানগেছে।
Leave a Reply