কুড়িগ্রাম নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার বিষয় নাগেশ্বরী থানায় এজাহার দায়ের করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা।
ধর্ষণের শিকার কিশোরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধ্বনকুটি (সরকারটারী) এলাকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং অভিযুক্ত আল মামুন (১৮) চাকেরকুটি এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
এতে করে ওই কিশোরী ও তার বাবা একাধিকবার আল মামুনকে ও তার নানা আফজাল হোসেনকে জানিয়ে সতর্ক করলেও কোনো প্রতিকার হয়নি। উল্টো ওই যুবক ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে গেলো ১৫ আগস্ট দুপুরে ওই কিশোরী পাশ্ববর্তী নাজুমুদ্দীনের পুকুরে গোসল করতে গেলে সুযোগ বুঝে আল মামুন নিজেও গোসল করার ভান করে পুকুরে নেমে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে ধর্ষক আল মামুন ও তার পরিবারের সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভিকটিমকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। পলাতক ধর্ষককে গেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply