সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট পুলিশ ক্যাম্পের অভিযানে ২২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১জন।
জেলার তাহিরপুর থানাধীন টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজিব দেব রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
এ সময় মোহাম্মদ হোসেন (৩৭), পিতা-মৃত মাহমুদ আলী, সাং-মানিগাঁও, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামির নিকটে থাকা ২২৫ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাঁথা গল্প শোনালেন
উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply