শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরের দিকে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতি তিন দফা নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্দেশনাসমূহ হলো-
১। স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের প্রত্যেক ইউনিটকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে সমন্বয় করে প্রতিদিন মিছিল মিটিংয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি চলমান রাখতে হবে।
৩। দল-মত, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে যেকোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধ্যানুযায়ী সহযোগিতা করা, সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ রাখার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার বিশৃঙ্খলা, জনগণ ও রাষ্ট্রের ক্ষতিসাধন করা অথবা ব্যক্তিগত নৈতিক স্খলনজনিত অপরাধের কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্য কেন্দ্রীয় কমিটির
জরুরি নির্দেশনা সকল নেতাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধ জানান তারা।
Leave a Reply