মানিকগঞ্জের ঘিওরে বিশেষ চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলার এসডিআই সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বালিয়াখোড়া ইউনিয়নে বিশেষ চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদে এলাকার ৫০০ জন লোককে এই সুবিধা দেওয়া হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় এসডিআই সমৃদ্ধি কর্মসূচি বানিয়াজুরী শাখার আয়োজনে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদে আগত ব্যক্তিদেরকে বিভিন্ন প্রকার চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের ছানি অপারেশন এর জন্য যাবতীয় ব্যয় এসডিআই কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছেন এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক।
পূর্বেও এরকম উদ্যোগ নিয়ে এলাকার অনেক লোকের উপকার করেছেন বলে জানিয়েছেন এলাকার উপকারভোগীরা।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আওয়াল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ডি আই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সানজিদা জামান কান্তা, এসডিআই ধামরাই জোন এর জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ অঞ্চল এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে ঔষধ ও চশমা দেওয়া হয়েছে।
Leave a Reply