কুড়িগ্রামে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণে গৃহবধুর মৃত্যুর অন্যতম আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজীবপুরে ধার নেওয়া ২০ হাজার টাকা দিতে না পারায় এক গৃহবধূকে দুই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অন্যতম পলাতক আসামী সোলায়মানকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার গাজীপুরের বাসন থানার কড্ডার ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোলায়মান রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নেরর টাঙ্গালিয়া পাড়া এলাকার আবু সামার ছেলে। তিনি রাজীবপুর বাজারে মাংস বিক্রি করতেন।
অভিযোগে জানা যায়, পাওনা টাকা না পেয়ে দিনের পর দিন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূসহ তার স্বামী থানায় মামলা করতে না পেরে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়েও না পেয়ে ক্ষোভে বিষপান করেন ওই দম্পতি। পরে গৃহবধূর মৃত্যু হয়।
গৃহবধূর মৃত্যুর আগে দেওয়া জবানবন্দির অডিও রেকর্ড এবং স্বামী ও পরিবারের লোকজনের সাথে বথা বলে জানা গেছে, বাড়ি মেরামত করার জন্য ধার নেওয়া ২০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করেন স্থানীয় বাসিন্দা জয়নাল। ধর্ষণের ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল করেন ।
এক পর্যায়ে জয়নাল তার অপর তিন সহযোগি শুক্কুর কসাই, আলম ও সোলায়মানকে নিয়ে গৃহবধূকে দিনের পর দিন সংঘবদ্ধ ধর্ষণ করেন। দুই মাস ধরে এই পাশবিক নির্যাতন চালাতে থাকে তারা।পরে বাধ্য হয়ে ওই গৃহবধূ তার স্বামীকে সবকিছু জানান।
এনিয়ে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে পুলিশ। বিষপানের ৭দিন পর নিহত ওই গৃহবধূর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জয়নাল ও তার সহযোগি আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ শুনে স্বামী জাহাঙ্গীর আলম টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। স্ত্রী’র মুখে নির্মম পাশবিক নির্যাতনের ঘটনা শুনে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেন। বিচার না পেয়ে লোকলজ্জার ভয়ে ২৪ মে বিকেল ৫টার দিকে বিষপান করেন স্বামী-স্ত্রী। এতে মৃত্যু হয় স্ত্রী। অসুস্থ্য অবস্থায় জীবন পার করছেন স্বামী।
এ ঘটনায় অন্যতম পলাতক আসামী সোলায়মানকে র্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-১৪
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান এ মামলার ৪ নং আসামি সোলায়মানকে র্যাব আটক করে থানায় পাঠিয়ে দিলে আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
Leave a Reply