কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী দোলা মনি (৪) নিখোঁজ হওয়ার ৩দিন অতিবাহিত হলেও তার এখনো খোঁজ মেলেনি। ফলে পরিবারের লোকজন উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের মোঃ দেলোয়ার মিয়ার কন্যা স্থানীয় মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী দোলা মনি (৪) বাড়ির লোকজনের অগোচরে গত শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ি থেকে বাহিরে(উঠানে) বের হয়।
কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও ৩দিন অতিবাহিত হওয়ার পরেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি নিখোঁজের দিন থেকে নিজ উপজেলা সহ আশপাশের উপজেলায় হারানো সংবাদ নামে মাইকিং করা হয়েছে এবং ফেসবুকে ছবি দিয়ে একাধিক পোস্ট করা হয়েছে।
তবুও নিখোঁজ শিশু দোলা মনি’র খোঁজ মেলেনি। একারণে পিতা মাতাসহ পরিবারের লোকজন অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন নিখোঁজ শিশু টির সন্ধানে সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। পুলিশ নিখোঁজ শিশুর সন্ধানে তৎপর রয়েছে।
Leave a Reply