পদার্থ দ্বিতীয় পত্র দশম অধ্যায়ঃ(ক)
১। কাকে বলে? [রা.বো.-১৯]
উত্তরঃ বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে ভোল্টেজ প্রয়োগ করলে ডায়োডের বিপরীত তড়িৎ প্রবাহ হঠাৎ বিপুল পরিমাণ বৃদ্ধি পায় সে ভোল্টেজকে জেনার ভোল্টেজ বা ব্রেক ডাউন ভোল্টেজ বলে।
২। টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? [রা.বো.-১৭, ১৫]
উত্তরঃ কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে সামান্য পরিমাণ ত্রিযোজী অর্থাৎ পর্যায় সারণির তৃতীয় সারির মৌল(যেমন, অ্যালুমিনিয়াম) অপদ্রব্য হিসেবে মেশানো হলে, তাকে টাইপ অর্ধপরিবাহী বলে।
৩। রেকটিফায়ার কাকে বলে? [কু.বো.-১৭]
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে এসি তড়িৎ প্রবাহকে ডিসি তড়িৎপ্রবাহে পরিণত করা যায় অর্থাৎ তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে রেকটিফায়ার বা একমুখীকারক বলে।
৪। বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে? [চ.বো.-১৭]
উত্তরঃ যেসব অর্ধপরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত থাকে তাদেরকে বহির্জাত অর্ধপরিবাহী বলে।
৫। লিকেজ প্রবাহ কাকে বলে? [ব.বো.-১৭]
উত্তরঃ ডায়োডের বিপরীত ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজের মান বৃদ্ধির সাথে সাথে কারেন্টের মান বেড়ে যে নির্দিষ্ট মানে পৌঁছে স্থির হয়ে যায় তাকে লিকেজ প্রবাহ বলে।
৬। ট্রানজিস্টর কাকে বলে? [দি.বো.-১৭]
উত্তরঃ দুটি একই ধরনের অর্ধপরিবাহীর মধ্যস্থলে এদের বিপরীত ধরনের অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে।
৭। হেক্সাডেসিমেল নম্বর পদ্ধতি কাকে বলে? [ঢা.বো.-১৭]
উত্তরঃ যে সংখ্যা পদ্ধতির ডিজিটগুলো ও এবং বেজ তাকে হেক্সাডেসিমেল নম্বর পদ্ধতি বলে।
৮। সম্মুখবর্তী ঝোঁক কাকে বলে? [কু.বো.-১৬]
উত্তরঃ জাংশনে যদি বহিঃস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তাহলে তড়িৎ প্রবাহ ঘটে। ভোল্টেজ যদি কোষের ধনাত্মক প্রান্ত -টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত -টাইপ বস্তুর সাথে সংযুক্ত হয় তবে তাকে সম্মুখবর্তী ঝোঁক বলে।
৯। প্রবাহ বিবর্ধক গুণক কাকে বলে? [কু.বো.-১৬]
উত্তরঃ সংগ্রাহক পীঠ ভোল্টেজ ধ্রুব থাকলে সংগ্রাহক প্রবাহ ও নিঃসারক প্রবাহ এর অনুপাতকে প্রবাহ বিবর্ধক গুণক বলে।
১০। ডোপিং কী? [ব.বো.-১৫, চ.বো.-১৯, য.বো.-১৫, দি.বো.-১৬]
উত্তরঃ বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌলের মিশ্রণের কৌশলকে ডোপিং বলে।
১১। জেনার ভোল্টেজ কাকে বলে? [চ.বো.-১৫]
উত্তরঃ একটি জাংশন ডায়োডকে বিমুখী ঝোঁকপ্রাপ্ত অবস্থায় পশ্চাৎমুখী বায়াস বাড়াতে থাকলে যে বিশেষ ভোল্টেজে প্রবাহমাত্রা হঠাৎ খুব বেশি বেড়ে যায়, সেই ভোল্টেজকে জেনার ভোল্টেজ বলে।
১২। অর্ধপরিবাহক কী?
উত্তরঃ চতুর্যোজী বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল খুব সামান্য পরিমাণ মিশিয়ে যে কেলাস তৈরি করা হয় তাকে অর্ধপরিবাহী এবং মৌলকে অর্ধপরিবাহক বলে।
বিজ্ঞাপন
১৩। লজিক গেট কাকে বলে?
উত্তরঃ যেসব ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সেসব সার্কিটকেই লজিক গেট বলে।
১৪। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির চিহ্নগুলো লিখ।
উত্তরঃ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির টি প্রতীক চিহ্ন বা অঙ্ক আছে। সেগুলো হলো, .
১৫। শক্তি ব্যান্ড কাকে বলে?
উত্তরঃ কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে।
১৬। অর্ধপরিবাহী কাকে বলে?
উত্তরঃ চতুর্যোজী বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মৌল সামান্য পরিমাণ অপদ্রব্য হিসেবে ডোপিং করে যে কেলাস তৈরি করা হয়, তাকে অর্ধপরিবাহী বলে।
১৭। ব্যান্ড তত্ত্ব কী?
উত্তরঃ যে তত্ত্বের সাহায্যে পদার্থের বিদ্যুৎ পরিবাহী ধর্ম বর্ণনা করা হয় তাই ব্যান্ড তত্ত্ব।
১৮। কী?
উত্তরঃ স্থান সংকুলান বা বর্তনী সংযোগে ত্রুটির সম্ভাবনা দূর করার জন্য অসংখ্য ডায়োড ও ট্রানজিস্টরের সমন্বয়ে এক প্রকার বর্তনীর উদ্ভাবন করা হয় যা সমন্বিত বর্তনী বা .
১৯। জাংশন কাকে বলে?
উত্তরঃ একটি টাইপ এবং একটি টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ ব্যবস্থাধীনে সংযুক্ত করলে সংযোগ পৃষ্ঠকে জাংশন বলে।
২০। পরিবহন ব্যান্ড কাকে বলে?
উত্তরঃ পরমাণুর মুক্ত ইলেকট্রনের জন্য যে ব্যান্ড বা পাল্লা তৈরি হয় তাকে পরিবহন ব্যান্ড বলে।
২১। বিমুখী ঝোঁক কাকে বলে?
উত্তরঃ জাংশনে যদি এমন বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করা হয় যাতে বিভব প্রাচীরের প্রশস্ততা বেড়ে যায় এবং তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তখন তাকে বিমুখী ঝোঁক বলে।
২২। অর্ধপরিবাহী ডায়োড কী?
উত্তরঃ একটি টাইপ এবং একটি টাইপ অর্ধপরিবাহীর সমন্বয়ে যে জাংশন তৈরি হয় তাই অর্ধপরিবাহী ডায়োড।
২৩। রেকটিফিকেশন কাকে বলে?
উত্তরঃ যে পদ্ধতিতে পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করা হয় তাকে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলে।
২৪। কী?
উত্তরঃ কোনো সংখ্যা পদ্ধতির সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক হলো বা
২৫। গেট কী?
উত্তরঃ গেটের আউটপুটকে গেটের ইনপুটের সাথে সংযুক্ত করলে যে গেট পাওয়া যায় তাই গেট।
২৬। গেট কী?
উত্তরঃ মৌলিক গেটগুলো অর্থাৎ গেট, গেট এবং গেট সংযুক্ত করলে যে গেট পাওয়া যায় তাই গেট।
২৭। পীঠ কী?
উত্তরঃ ট্রানজিস্টরের নিঃসারক ও সংগ্রাহকের মাঝের অংশ হলো পীঠ বা ভূমি।
২৮। ডিজিটাল ভোল্টেজ সংকেত কী?
উত্তরঃ যদি কোনো ডিজিটাল বর্তনীর ভোল্টেজ নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত না হয়ে দুটি নির্দিষ্ট মান গ্রহণ করে যথাঃ এবং তবে এ ধরনের ভোল্টেজ সংকেতকে ডিজিটাল ভোল্টেজ সংকেত বলে।
২৯। কেলাস কাকে বলে?
উত্তরঃ যে পদার্থে পরমাণু বা অণুগুলো একটি সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে তাকে কেলাস বলে।
৩০। ব্রিজ রেকটিফিকেশন কী?
উত্তরঃ ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে পূর্ণতরঙ্গ একমুখী করার প্রক্রিয়াই হলো ব্রিজ রেকটিফিকেশন।
৩১। কাকে বলে?
উত্তরঃ আলোক নিঃসারক ডায়োডক ইংরেজিতে বা সংক্ষেপে বলে।
Leave a Reply