বাধাকপি একটি শীত কালীন উৎকৃষ্ট সবজি। সুস্বাদু সবজী গুলোর মধ্যে অন্যতম।
জাত: হাইব্রিড জাতের বাধাকপি চাষ করলে ফলন অনেক বেশী পাওয়া যায়। সুপ্রিম কুইন, গ্রীন কুইন, গ্রীন গোল্ড,এম এস ৬৫, এটম কুইন, ট্রপিক ল্যান্ড, আর্লি মার্কেট জাতের হাইব্রিড বীজ গুলো বেশ ভালো।
জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash
জমিঃ বাংলাদেশের সব এলাকা বাধাকপি চাষের উপযোগী। দোঁআশ পলি দো-আশ মাটি চাষের জন্য বেশী উপযোগী। চাষের জন্য মাটির কাঙ্কিত মান পি এইচ ৫.৫ থেকে ৬.৭ এবং তাপমাত্রা ২৫0 সেঃ থেকে ৩০0 সেঃ।
বীজ বপনের সময়ঃ ভাদ্র- কার্তিক মাস বাধাকপি বপণের উপযুক্ত সময়।
বীজের পরিমানঃ প্রতি শতাংশে ১২০-১৫০ টি চারা রোপন করতে হবে। আগাম চাষে লেট চাষের চেয়ে একটু বেশী চারা লাগে।
জেনে নিন>> আধুনিক পদ্ধতিতে হাইব্রিড মরিচ চাষ পদ্ধতি
বীজ বপন পদ্ধতিঃ বাধাকপি বীজ বেডে/বীজ তলায় বপন করা যায়। বীজ বপনের পূর্বে বীজ রোদে ১-২ ঘন্টা রেখে ঠান্ডা করার পর বীজ তলায় বীজ বপন করতে হবে।
চারা রোপণ: জমি ভালো ভাবে তৈরী করার পর সারি থেকে সারি ২২-২৪ ইঞ্চি এবং চারা থেকে চারার দুরত্ব ১৮-২০ ইঞ্চি দুরত্বে চারা রেপন করতে হবে। চারার বয়স ২০-২৮ দিন হলে নিদৃষ্ট দুরত্বে একটি সবল চারা রোপন করতে হবে।
তৈরী ও সার প্রয়োগঃ ভালো ভাবে জমি চাষ করে রোদে শুকানোর সার প্রয়োগ করতে হবে।মাটির উর্বরতা ভেদে সার প্রয়োগের পরিমান কম বা বেশী হতে পারে।
(প্রতি শতাংশে সার প্রয়োগ)
সার | জমি তৈরীর সময় | শেষ চাষের সময় | প্রথম উপরী প্রয়োগ | ২য় উপরী প্রয়োগ | ৩য় উপরী প্রয়োগ |
গোবর | ৫০ কেজি | – | – | – | – |
ইউরিয়া | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
টিএসপি | – | ৮০০ গ্রাম | – | – | – |
ডি এ পি | – | – | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
এমওপি | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
জিপসাম | ২০০ গ্রাম | – | – | ২০০ গ্রাম | – |
জিংক | – | ৫০ গ্রাম | – | – | – |
বোরণ | – | ৫০ গ্রাম | – | – | – |
সালফার | ৫০ গ্রাম | – | – | ৫০ গ্রাম | – |
দানাদার কীটনাশক | – | ৭৫ গ্রাম | – | – | – |
পরিচর্যা: চারা রোপণের ১৫ দিন পর চারার লাইনের ফাকের মাটি উইডার দিয়ে আলগা করে মাটিকে ঝুরঝুরে করতে হবে। জাত ভেদে ২৫/৩০ দিন পর ২য় উপরী সার প্রয়োগ করে গাছের গোড়ায় লাইনের পাশের মাটি তুলে দিয়ে নালা করতে হবে। এতে সেচ দিতে সুবিধা হবে। মাটিতে রস কমে গেলে মাঝে মাঝে সেচ দিতে হবে।
জেনে নিন>>লাভজনক পদ্ধতিতে ঝিঙ্গা চাষ পদ্ধতি
সংগ্রহ ও ফলনঃ বীজ বপনের ৯০-১২০ দিন পর ফসল সংগ্রহ শুরু হয়।প্রতি শতকে প্রায় ১০০-২৪০ কেজি বাধা কফি
পোকামাকড় ও বলাই দমনঃ বাধাকপি চারা গজানোর পর থেকে ফসল তোলার ২৫ দিন পূর্ব পর্যন্ত নিয়মিত ম্যানকোজেব/কার্বাডিজেম ও কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক স্প্রে করতে হবে।
গাছের আকার দুর্বল ও কফির সাইজ ছোট হলে ডিএপি ও ইউরিয়া সার উপরী প্রয়োগ করতে হবে। জৈব উদ্দীপক হরমোন( জিবরেলিক এসিড, নাইট্রো বেনজিন ইত্যাদি) ১৫ দিন পর পর ৩-৪ বার ব্যবহার করতে হবে।
[…] সহজেই লাভজনক পদ্ধতিতে লাউ চাষ করুন লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গুদামে […]
[…] ব্রেকিং নিউজ : ছাদে লেবু চাষ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউ,সি,সি,এ)লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে শাক ও সবজী বীজ বিতরণ ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর এপ্রোচ রোড সরানোর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিক পদ্ধতিতে হাইব্রিড মরিচ চাষ পদ্ধতি ভূরুঙ্গামারীতে পেঁয়াজের দামে আগুন সুপার ফুড মিরাক্কেল শাক সজনে পাতা লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ সহজেই লাভজনক পদ্ধতিতে লাউ চাষ করুন লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] দিয়ে ঘন করে রোপণ করতে হবে। জেনে নিন>>লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ আমন মৌসুমে মাজরা, পামরি, চুঙ্গী, […]
[…] জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] দিয়ে ঘন করে রোপণ করতে হবে। জেনে নিন>>লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ আমন মৌসুমে মাজরা, পামরি, চুঙ্গী, […]
[…] জেনে নিন>>লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] মাত্রায় প্রয়োগ করতে হবে। জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ শাকসবজি মাঠে বা বসতবাড়ির আঙিনায় […]
[…] কুমড়া গোত্রের সবজির শত ভাগ পরাগায়ন ও অধিক ফলন নিশ্চিত করতে, হাত-পরাগায়ন অপরিহার্য। গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন ভোরবেলা হাত পরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে।টমেটো চাষে পলিথিনের ছাওনির ব্যবস্থা করার পাশাপাশি ১ লিটার পানিতে ২০ মিলি হরমোন মিশিয়ে ফুল আসার পর ফুলের গায়ে ৫ থেকে ৭ দিন পরপর ২ থেকে ৩ বার স্প্রে করলে অধিক ফলন নিশ্চিত।পূর্ববর্তী মাসের কুমড়াজাতীয় সবজি ফসল- করলা, পটল, কাঁকরোল, চিচিঙা, ঝিঙা, ধুন্দুল, শসা, এবং বেগুন, টমেটো, ঢ্যাাঁড়শ, কাঁচামরিচ ইত্যাদির পরিচর্যা করবেন। পরিচর্যার পাশাপাশি খরিফ-২ বা নাবী গ্রীষ্মকালীন সবজি ফসল উঠানো বা সংগ্রহ করতে হবে।লেমনগ্রাস, থানকুনি, পুদিনা, তুলসি ইত্যাদি খুব সহজে চাষ করতে পারেন। আগাম রবি সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, বেগুনের বীজতলা তৈরি, বীজবপন শুরু করা যেতে পারে। খরিফ-২ এর সবজি উঠানো ও পোকামাকড় দমন করতে হবে। শিমের বীজবপন, লালশাক ও পালংশাকের বীজবপন করতে হবে। রোপণকৃত ফলের চারার পরিচর্যা, উন্নত চারা বা কলম রোপণ, খুঁটি দেয়া, খাঁচি বা বেড়া দেয়া, ফলন্ত গাছের ফল সংগ্রহ করতে হবে।সুপ্রিয় কৃষিজীবী ভাইবোন, শ্রাবণের অথৈ পানিতে খালবিল, নদীনাল, পুকুর ডোবা ভরে যায়, ভাসিয়ে দেয় মাঠঘাট, প্রান্তর এমনকি আমাদের বসতবাড়ির আঙিনা। তিল তিল করে বিনিয়োগ করা কষ্টের কৃষি তলিয়ে যেতে পারে সর্বনাশা পানির নিচে। প্রকৃতি সদয় থাকলে ভাটির টানে এ পানির সিংহভাগ চলে যায় সমুদ্রে। কৃষি কাজে ফিরে আসে ব্যস্ততা। আর এ প্রসঙ্গে জেনে নেবো কৃষির বৃহত্তর ভুবনে কোন কোন কাজগুলো করতে হবে আমাদের। পড়ুন>>লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] দোআশ ও বেলে দোআশ ঢেঁড়শ চাষের জন্য সবচেয়ে উপযোগী। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এটেল মাটিতেও চাষ করা যায় জাত শাউনি,পারবনি কানি-, বারী ঢেঁড়শ, পুশা সাওয়ানী, পেন্টা গ্রীন, কাবুলী ডোয়ার্ফ, জাপানী প্যাসিফিক গ্রীন এসব ঢেঁড়শের চাষ উপযোগী জাত। শেষের দুটো জাত সারা বৎসর ব্যাপী চাষ করা চলে। সময় সারা বছরই চাষ করা যায়। তবে সাধারণতঃ গ্রীষ্মকালে এর চাষ করা হয়। ফাল্গুন চৈত্র ও আশ্বিন-কার্তিক মাস বীজ বোনার উপযুক্ত সময়। জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] দিয়ে ঘন করে রোপণ করতে হবে। জেনে নিন>>লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ আমন মৌসুমে মাজরা, পামরি, চুঙ্গী, […]
[…] চিনিকল বন্ধের শঙ্কা কাটিয়ে আখ চাষে ফিরছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। চিনিকল বন্ধ হওয়ার শঙ্কায় সেখানকার কৃষকরা আখ চাষ থেকে মুখ ফিরিয়েছেন তারা। কিন্তু কয়েক বছরে আবার বাড়ছে আখ চাষ। এবার দ্বিগুণ আখ চাষ হয়েছে এ জেলায়। পডুন>>লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] পড়ুন>>লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]