রংপুর নগরীতে অচেনা এক প্রাণীর আতঙ্ক নগরবাসী।
নগরীর বেশ কিছু এলাকায় অচেনা এক প্রাণীর আতঙ্কে প্রায় ১০/১২ দিন ধরে ঘুম নেই লোকজনের। রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন তারা। স্থানীয়রা বলছেন, আক্রমণ করা প্রাণীটি দেখতে অনেকটা নেকড়ে বাঘ এবং শিয়াল আকৃতির।
এরই মধ্যে পশুটির আক্রমণের শিকার হয়েছেন, মনোহর সিংগিমারি এলাকার ট্রাক্টরচালক রাহেদুল ইসলাম, আক্কেলপুর গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিন জিল্লুর রহমান, জুলেখা বেগম ও কৃষক আসাদুল ইসলাম, আতাউর রহমান, গৃহবধূ মেহেরা খাতুন ও হানিফা বেগম।
ভুক্তভোগীরা জানান, গত ১০ দিন ধরে রাত-দিন পরিচয়হীন কয়েকটি প্রাণী রাস্তায় এবং বাসাবাড়িতে ঢুকে মানুষজনকে আক্রমণ করছে। এর ওজন প্রায় ২০ থেকে ৩০ কেজি। গায়ের লোম সাদা এবং কাঁধে লোম রয়েছে।
স্থানীয়রা বলছেন, এ ধরণের পশু তারা আগে কখনো দেখেননি। এ ঘটনায় তারা আতঙ্কিত। শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে পারছে না শিক্ষার্থীরা। দিন রাত লাঠি নিয়ে বাড়ির বাইরে এবং রাস্তায় পাহারা বসিয়েছেন তারা।
রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে প্রাণীটি শিয়াল হতে পারে। কোনো কারণে ক্ষুধার্ত বা মাথা খারাপ হতে পারে প্রাণীটির। এই কারণে সে মানুষকে কামড় দিচ্ছে।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। গ্রামবাসীদের সতর্কতার সঙ্গে চলাফেলার অনুরোধ করা হয়েছে। আর প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
রংপুর সিটি কর্পোরেশন ১৪ নম্বর ওয়ার্ড বড়বাড়ী থেকে গোলাগঞ্জ পর্যন্ত গ্রামে আতঙ্ক বিরাজ করছে, সন্ধ্যার পর অচেনা প্রাণীর আক্রমণের শিকার তিন জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। কেউ কেউ বলছেন নেকড়ে আবার কেউ বলছেন শিয়াল।
Leave a Reply