“উন্নয়ন, প্রগতি, সেচ্ছাসেবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও রক্তদানে উৎসাহকরণের লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “পথের সাথী”র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” শুরু করেছে ।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খলেয়া খাপড়ীখাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে পুরুষ ও মহিলা সহ প্রায় ২৫০ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ”পথের সাথী সংগঠন” এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোন আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।”
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাপড়ীখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হক (মধু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ বাবলু মিয়া,সাবেক মেম্বার ১নং ওয়ার্ড বেতগাড়ী, সংগঠনের উপদেষ্টা মোঃ ফিরোজ কবির (দুদু) বিশিষ্ট ব্যাবসায়ী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতে ও তরণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময়ে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে-প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান তারিকুজ্জামান ত্বোহা,সহ-প্রতিষ্ঠাতা রোকন মিয়া,সভাপতি রহমতুল্লাহ বাবু, সহ-সভাপতি পারভেজ আহমেদ পাপ্পু,, সহ-সভাপতি ফকরুল ইসলাম জিহাদি ,সাধারণ সম্পাদক মনির মিয়া , সহ-সাধারণ সম্পাদক সম্রাট মিয়া ,সাংগঠনিক সম্পাদক ফিতর বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ুম , ক্রীড়া সম্পাদক সাগর , কার্যনির্বাহী সদস্যসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো এতিম দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেখানে ব্লাড টেস্ট করতে ৫০ টাকা লাগবে আমরা সেখানে বিনামূল্যে করাচ্ছি। এভাবেই আমরা মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে চাই, এই কথা বলে তিনি সংগঠনের জন্য দোয়া চেয়েছেন।
Leave a Reply