ভূরুঙ্গামারীতে বিনামূল্যে কৃষকদের মাঝে ৭৫ মণ বীজ ধান ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় কমিউনিটি বীজতলা তৈরীর লক্ষ্যে ভূরুঙ্গামারী কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার ১০ ইউনিয়নে ১০ কেজির ৩শ’ প্যাকেট বিভিন্ন জাতের ধানের বীজ বিতরণ করা হয়। ধান বীজ ছাড়াও অন্যান্য উপকরণ হিসেবে ১৫ কেজি করে টিএসপি, ইউরিয়া ও জিপসাম সার এবং কীটনাশক বিতরণ করা হয়।এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষক প্রতিনিধি ও আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব ইসলামুল হক সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রধান বলেন, কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় প্রত্যেক ইউনিয়নের ১ একর জমিতে কৃষক ভাইরা বীজতলা তৈরী করবেন। সেখান থেকে ৬৬ জন কৃষক ১ বিঘা করে জমিতে লাগানো ধানের চারা বিনামূল্যে পাবেন। বীজ উৎপাদনকারী কৃষককে তার জমির জন্য ৫ হাজার টাকা প্রদান করা হবে।
Leave a Reply