ভূরুঙ্গামারীতে চলমান লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করায় তিনটি কাপড়ের দোকানের মালিক ও ক্রেতাসহ ৯ টি মামলায় মোট ৫০,৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
লকডাউনে প্রশাসননের চোখ ফাঁকি দিয়ে দোকানের ভেতরে কাস্টমারদের ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে কৌশলে ব্যবসা করে আসছিল ভূরুঙ্গামারী বাজারের আমতলার তিন কাপড় ব্যবসায়ী। ১২ জুলাই সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম মামনি বস্ত্রালয়, সোহাগ বস্ত্রালয় ও সওদাগর বস্ত্রালয়ে এই অভিযান চালান। এসময় দোকানের ভেতরে শুধুমাত্র মালিক ও কর্মচারিদের দেখতে পান। তাল্লাশি চালিয়ে ট্রায়াল রুমে গাদাগাদি অবস্থায় লুকিয়ে থাকা কাস্টমারদের দেখতে পান পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে উক্ত তিন দোকানের মালিকদেরকে ১৫,০০০/- ( পনের হাজার) ও কাস্টমারদের জন প্রতি ৫০০ টাকা করে মোট ৫০,৭০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম জানান, চলমান লকডাউনে একই অভিযোগে ইতোপূর্বে তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লকডাউন ভেঙ্গে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছিল । তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে প্রশাসন আরো কঠোর ভুমিকায় অবতীর্ণ হবে।
Leave a Reply