সোনাহাট স্থলবন্দরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে বিজিবি’র রংপুর সেক্টর এবং বিএসএফের ধুবরী সেক্টরের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিজিবি’র ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, পিএসসি। অপরদিকে, বিএসএফের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ ধুবুরী সেক্টরের ডিআইজি শ্রী আশুতোশ শার্মা, পিএমএমএস।
সীমান্ত সমন্বয় সভায় অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তের নিরীহ নিরস্ত্র জনগনের ওপর হামলা, আহত বন্ধ করা, চোরাচালান ও মাদক পাচার রোধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরী না করা এবং কাঁটাকারের বেঁড়া নির্মাণ সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ উভয় দেশের স্বার্থ সংশ্নিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর ফলপ্রসূ আলোচনা শেষে অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুপুর ২ ঘটিকায় সীমান্ত সমন্বয় সভাটি সমাপ্ত হয়।
সভায় বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লেঃ কর্নেল এস এম খায়রুল আলম ও অন্যান্য স্টাফ অফিসারগণ এবং বিএসএফের ধুবুরী সেক্টর অধীনস্থ ১৯, ৩১ এবং ১৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ ও স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply