সূর্যোদয় স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ২০২৩ নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন ২ গোল দিয়ে বিজয়ী হন।
বিশাল ফাইনাল ফুটবল খেলার আয়োজন করা হয় । সূর্যোদয় স্পোটিং ক্লাব কাপাসিয়া তারাগঞ্জ গাজীপুর। গাজীপুর কাপাসিয়া উপজেলা তারাগঞ্জ হরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন বনাম কালিগঞ্জ দালান বাজার বনিক সমিতি , সম্মানিত অতিথি , আলহাজ এডভোকেট আমানত হোসেন খান, উক্ত খেলা উদ্বোধক হিসেবে আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, চেয়ারম্যান জেলা পরিষদ, গাজীপুর।
চেয়ারম্যান কাপাসিয়া উপজেলা পরিষদ।
প্রধান অতিথি জনাব মোঃ আশরাফুল আলম খোকন, সাবেক উপ প্রেস সচিব মাননীয় প্রধানমন্ত্রী।
প্রধান পৃষ্ঠপোষক জনাব ওবায়দুল হক সরকার মহাপরিচালক রিং গ্রুপ কোম্পানি।
আরও উপস্থিত ছিলেন জনাব খাইরুল আলম মোড়ল, চেয়ারম্যান , জামালপুর ইউনিয়ন, কালিগঞ্জ, গাজীপুর আলহাজ মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, সাবেক চেয়ারম্যান, জামালপুর ইউনিয়ন, সভাপতি জামালপুর ইউনিয়ন
জনাব আব্দুল আউয়াল সরকার, সভাপতি দালান বাজার বনিক সমিতি মোঃ ফাইজুল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক, দালান বাজার বনিক সমিতি,
প্রধান পৃষ্ঠপোষক জনাব ওবায়দুল হক সরকার মহাপরিচালক রিং গ্রুপ কোম্পানি।
খেলা পরিচালনা উপদেষ্টা মন্ডলের মিনাজ উদ্দিন আহমেদ রাসেল, নূরে আলম সুমন, মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন, শরিফুল আলম শামীম, ওসমান গনি শেখ, আল, রফিকুল ইসলাম রতন , ওবায়দুল হক রতন সোহরাওয়ার হোসেন বাবুল সরকার আরো অনেকেই
১ নোবেল গোল কিপার ২ ডায়মন্ড ৩ সমৃদ্ধ ৪ বাবু ৫ মরু মোহাম্মদ ৬ গাছ ৭ খাইরুল ৮আইকে ৯ লিমন ১০ সৈকত ১১ লিমন ১২ হুদয় সেন ১৩ ইমন ১৪ আল আমিন ১৫ মাসুদুর রহমান
১ বাহার ২ মাসুম ৩ হুম ৪ রফিকুল ইসলাম ৫ এরিক ৬ রাজিব ৭ তনয় ৮ আলিমুদ্দিন ৯ কে,ডি ১০ অন্তর ১১শাহাদাত ১২ সবুজ ১৩ আরিফ ১৪ সাদিপ।
খেলা সুন্দর ভাবে পরিচালনা রেফারি দায়িত্ব ছিলেন রেসমী আক্তার , ঢাকায় নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন ২ গোল দিয়ে বিজয়ী হন
কালীগঞ্জ দালান বাজার বনিক সমিতি ১ গোলে পরাজিত হয়।
Leave a Reply