১৫ই আগষ্ট ৪৯তম জাতীয় শোক দিবসে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের উদ্যোগে নেতাকর্মীরা কালো ব্যজ ধারন করে কোর্ট চত্বরে শহীদ মিনারে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের কালোরাত্রিতে ধানমন্ডির ৩২ নং বাড়িতে কিছু বিপদগামি সেনা অফিসার ও পাকিস্থানের কিছু দোসরা মিলে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়েছিল।
বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় তারা ঐদিনের নেক্কারজনক হত্যাকান্ডের ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন।
নেতৃবৃন্দরা ১৫ই আগষ্টের কালোরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। নেতৃবৃন্দরা আরো বলেন বিগত ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার দেশে যে উন্নয়ন করেছেন স্বাধীনতা পরবর্তী কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি।
পড়ুন>>রাণীশংকৈলে ১৫ আগস্ট উপলক্ষ্যে উপজেলা আ.লীগের প্রস্তুতিসভা
তারা বলেন ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হঠানো হয়েছে উল্লেখ করে বলেন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হওয়ার পরও যারা সম্প্রতি এই বাড়িতে আগুন দিয়ে ধবংস করেছে তারা সবাই স্বাধীনতা বিরোধী।
অবিলম্বে এই বাড়িটি এবং জাতির পিতার ভাস্কর্যগুলোতে আগুন দিয়ে পুড়িয়েছে এবং ভেঙ্গেছে তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকারের নিকট দাবী জানান।
Leave a Reply