আটককৃত ব্যক্তির নাম মিন্টু আলী। তাকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। সে পিপুলশন দড়ি পাড়া গ্রামের মোঃ মাসুদ এর ছেলে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন দড়ি পাড়া এলাকায় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
সিংড়া থানা পুলিশ সূত্রে জানা যায় ৩৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
আপনাদের সংবাদ প্রতিনিধি কি পুলিশ, সুন্দর সংবাদ প্রচার করেন আপনারা, যাচাই করার কোন প্রয়োজন নেই আপনাদের, একজন ছেলে মিন্টু যে কখনো একটা সিগারেটও ছুয়ে দেখেনি,তাকে আপনারা কতো সহজে মাদক ব্যাবসায়ী বানিয়ে দিলেন,নোংরা সিষ্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে ফাসানো হয়েছে। আমাকে মিথ্যা প্রমাণ করতে সঠিক তদ্বন্ত করে দেখবেন।নইলে এই ভোগাছ পেপার নিয়ে রাস্তায় চানাচুর বিক্রি করে খাবেন। মিন্টু একজন ছাত্র আগামী ৫ তারিখ ওর পরীক্ষা।
আপনাদের সংবাদ প্রতিনিধি কি পুলিশ, সুন্দর সংবাদ প্রচার করেন আপনারা, যাচাই করার কোন প্রয়োজন নেই আপনাদের, একজন ছেলে মিন্টু যে কখনো একটা সিগারেটও ছুয়ে দেখেনি,তাকে আপনারা কতো সহজে মাদক ব্যাবসায়ী বানিয়ে দিলেন,নোংরা সিষ্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে ফাসানো হয়েছে। আমাকে মিথ্যা প্রমাণ করতে সঠিক তদ্বন্ত করে দেখবেন।নইলে এই ভোগাছ পেপার নিয়ে রাস্তায় চানাচুর বিক্রি করে খাবেন। মিন্টু একজন ছাত্র আগামী ৫ তারিখ ওর পরীক্ষা।