যুদ্ধ বিদ্ধস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আহ্বান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর।
আজ কলকাতার রাজপথে বিশাল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভারতের ফুরফুরা দরবার শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী বলেছেন যে অসহায় ফিলিস্তিনের মানুষের পাশে থাকার জন্য মুসলিম কওমের কাছে আহ্বান জানান।
এদিন তিনি বলেন যে অখণ্ড গাজা উপত্যকায় বেপরোয়া ভাবে নিরহ মানুষের উপর ইজরায়েলের সৈন্য বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে তা মানা যায় না।
তিনি বলেন সকলের কাছে আহ্বান যে মানবিক দিক দিয়ে গাজা উপত্যকার মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে সাহায্য করতে হবে। সর্বত্র ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জারি করতে হবে।
তিনি ও তার পবিত্র ফুরফুরা দরবার শরীফের মানুষ গাজা উপত্যকার মানুষের পাশে থাকবে এবং নিরহ ফিলিস্তিনের মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকার করেন। আজকের এই মহাসমাবেশে প্রায় হাজার হাজার মানুষের পাশে থাকতে দেখা যায়।
সেই সঙ্গে পশ্চিম বাংলার জমিয়তে ওলামা হিন্দের পক্ষ থেকে আগামী ৬/১১/২০২৩শে, তারিখে কলকাতার ধর্মতলা এলাকায় আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
Leave a Reply