কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে ওঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
শনিবার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টি থাকায় লাশ পুকুর থেকে ডাঙ্গায় তোলা সম্ভব হয়নি।
এবিষয়ে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, লাশটা উল্টা হয়ে আছে। এখনো পরিচয় জানতে পারিনি। আমি ঘটনাস্থলে অবস্থান করছি।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply