দিনাজপুরের বিরলে সামাজিক বনবিভাগের শাল গাছ পাচারের সময় দুই বন দস্যু আটক।
বিরলে সামাজিক বন বিভাগের শাল গাছ পাচারের সময় দুই বনদস্যু আটক করে আদালতে পাঠিয়েছে।
৩০ শে অক্টোবর (সোমবার) সামাজিক বন বিভাগ দিনাজপুর এর সদর রেঞ্জাধীন, ধর্মপুর বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে শালগাছ কর্তন ও চেরাই এর অপরাধে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের (কৈকুড়ী) গ্রামের আফজাল হোসের পুত্র শাহিনুর রহমান (২৭) ও ইয়াসিন আলীর পুত্র মহিদুর রহমান (৩৮) কে আটক করে সংশ্লিষ্ট ধারার মামলায় আদালতে পাঠিয়েছেন।
এসময় সাথে ছিলেন উপজেলা বনবিভাগের সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন ও বন প্রহরী রতন চন্দ্র রায়। সোমবার সকালে মহসীন আলী বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে দুই জনকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন ধর্মপুর রেঞ্জের সরকারি সম্পদ শাল গাছ সহ সকল গাছ বনদস্যুদের হাত থেকে নিরাপদ রাখতে নজরদারি আরও জোরালো করা হবে।
Leave a Reply