নুরনবী রহমান বগুড়া থেকেঃ বগুড়ার সদরের সাজু মিয়া (৪৪) নামে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর উপজেলা ঝোঁপগাড়ি এলাকার এক জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাজু সদরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তবে তিনি শহরের বড় কুমিরা এলাকায় বসবাস করতেন।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাজু। পরে ভ্যানটি গ্যারেজে জমা দেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন সাজু। নিহত সাজু মাদকাসক্ত ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। তদন্ত শেষে তাকে হত্যার সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply