নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২৪ অনুষ্ঠিত
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে এবারের দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে ৯ডিসেম্বর সকাল ১১ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম নবী, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম,।
এছাড়াও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিএনপির সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব নাগেশ্বরী সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল মান্নান মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নিজের দুর্নীতি নিজে প্রতিরোধ করতে পারলে সমাজ ও রাষ্ট্র দুর্নীতি মুক্ত করা সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মান্নান মিয়া বলেন নিজে দুর্নীতি না করলে উপজেলার সকল অফিসের দুর্নীতি দমন করা যাবে। দুর্নীতিবাজ একটি অফিসারকে আইনের আওতায় আনতে পারলে আর কেউ দুর্নীতি করতে সাহস দেখাবে না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভিতরবন্দ ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুর জামান মিয়া।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম ও উপজেলা প্রশাসন নাগেশ্বরীর সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠান আয়োজন করেন।
Leave a Reply