ধর্ষিতা হয়ে মা হলেন চতুর্থ শ্রেণির ছাত্রি: এখনো গ্রেফতার হয়নি ধর্ষক
চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলেও কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ দিকে ধর্ষণের ফলে গর্ভবতী হবার পর এক ছেলে সন্তানের জন্ম দেন ওই স্কুলছাত্রী। মামলার পরেও কেউ গ্রেফতার না হওয়ায় নবজাতক শিশুকে নিয়ে দিশেহারায় পড়েছে মেয়েটির পরিবার।
মেয়েটি পশ্চিম বাগডোকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। গত ১৫ জানুয়ারি দুপুরে একই এলাকার মৃতঃ ছকমলের ছেলে গাঠি(৪২) মৃতঃ দাতু এর ছেলে ভুচলু (৫০) ও মৃতঃ মেনাজ উদ্দিনের ছেলে বছির উদ্দিন(৫৫) মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত ও মেয়েটির বাড়িতেও একাধিক বার ধর্ষন করে।
পরবর্তীতে মেয়েটি যেনো ঘটনার ব্যাপারে কাউকে না বলে সেজন্য ওই স্কুলছাত্রী ও পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় আসামীরা।
ধর্ষিত ওই স্কুলছাত্রীর বাবা-মা জানান, কাজের সুবাধে সারাদিন বাইরে থাকতে হয়। আমরা স্বামী-স্ত্রী বাড়ি না আসা পর্যন্ত স্কুল শেষ করে বাড়িতে একাই থাকে। বাড়িতে একা পেয়ে ধর্ষকেরা আমার ছোট্ট মেয়েকে একাধীকবার ধর্ষন করে। বিষয়টি যেনো আমাদের কানে না আসে সেজন্য আমার সহজ সরল মেয়ে হত্যার হুমকি দেয়। এরপর মেয়ের শারীরিক পরিবর্তন নজরে এলে মেয়েটি আমাদের ধর্ষনের বিষয়টি জানায়। এরপর গত ৩১/০৫/২৪ইং তারিখে পরিবারের লোকজন উপস্থিত হয়ে ডোমার থানায় ওই তিনজনকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করি।
পরিবারের লোকজন আরো জানান, মেয়ের সাথে এমন ঘটনার পর আমরা প্রতিনিয়ত সামাজিক বঞ্চনার স্বিকার হচ্ছি। লোকলজ্জার ভয়ে বাড়ির বাইরে ঠিকমতো কাজে যেতে পারছিনা। আয় রোজগার কম থাকায় অসুস্থ মেয়েকে ও তার নবজাতককে নিয়ে সংসার চালাতে বেশ হিমশিম খাচ্ছি। ঘটনা বিচার চেয়ে ডোমার থানায় মামলা করার পরেও থানা পুলিশের এমন উদাসীনতা আমাদের প্রতিনিয়ত ভীতিকর পরিস্থিতি পোহাতে হচ্ছে বলে জানান মেয়েটির পরিবারের লোকজন।
ঘটনার ব্যাপারে পশ্চিম বাগডোকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম জানান, মেয়েটি আমাদের স্কুলের ছাত্রী। তার ধর্ষিত হবার বিষয়টি লোকমুখে শুনেছি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী জানান, শিশু ধর্ষনের মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টায় রয়েছি।
Leave a Reply