তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সসমবায়ী ও জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>> আন্তর্জাতিক যুব দিবসে কুড়িগ্রামের শ্রেষ্ঠ সংস্থা নির্বাচিত “ফুল”
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাস, কালব্- এর সদস্য আনোয়ার হোসেন, দেশীগ্রাম আশার আলো সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম,ক্ষুদ্র মাধাইনগর সূর্যের আলো সমবায় সমিতির সভাপতি প্রতিমা রানী. তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বৈষমীহীন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলতে হবে। অনুষ্ঠান শেষে সমবায়ীদের মধ্যে চেক বিতরণ করা হয়।
Leave a Reply