ছওয়াবের উদ্যোগে ডিমলায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত ছওয়াবের উদ্যোগে ফ্রী চক্ষু শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে সারাদিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
ফ্রী চক্ষু শিবির পরিদর্শনে এসময় ছওয়াবের হেড অফ প্রোগ্রামার লোকমান হোসাইন, এসিস্ট্যান্ট কোর্ডিনেটর খোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী,
মরিয়ম চক্ষু হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসাইন, ছওয়াবের ভলেন্টিয়ার আব্দুস জব্বার, কামরুজ্জামান কামরুল, উদয় সরকার, আব্দুর রশিদসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অপারেশন রোগীদের ঔষধপত্রসহ যাবতীয় ফ্রিতে প্রদান করবেন ছওয়াব।এছাড়াও সারা বাংলাদেশে আর্তমানতার সেবায় কাজ করে যাচ্ছেন সংগঠনটি।
এবিষয়ে ছওয়াবের হেড অফ প্রোগ্রামার লোকমান হোসাইন বলেন পর্যায়ক্রমে এই প্রোগ্রামের আওতায় নীলফামারী জেলার ডিমলা, ডোমার ও জলঢাকা এই তিন উপজেলায় পর্যায়ক্রমে ২ শতাধিক রোগীদের মাসব্যাপী ছানী অপারেশন সম্পূর্ণ করা হবে।
Leave a Reply