সৃষ্টি ডেস্কঃ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহন চলে মোট ১৭৯ জন ভোটারের মধ্যে ১৮৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দু‘জন প্রার্থী প্রতিদ্ধিতা করেন।
জেনে নিন >>করলা বা উচ্ছে চাষ পদ্ধতি
এতে মোঃ ফজলুল হক গরুর গাড়ী প্রতীকে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং অপর প্রতিদ্ধী প্রার্থী মোঃ আবুবক্কর সিদ্দিক চেয়ার প্রতীকে পান ৬৪ ভোট। এছাড়া বিত্তহীন মহিলা সদস্য পদে মোট ১৫ ভোটের মধ্যে সাহেরা ভানু ৭ ভোট ও ছালমা খাতুন ৭ ভোট পান। একই সংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে সাহেরা ভানু নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক জাকির হোসেন।
২৩/৯/২০২০
Leave a Reply