ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ কারাতে চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জে মেয়ের স্বর্ণপদক অর্জন।
ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা হলেন মোসা.রোকেয়া খাতুন কাটা ও কুমিতে দুটি ইভেন্টে অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করেছে।
তিনি রোববার (৫ নভেম্বর) পি এল বয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ট্র্যাডিশনাল শত ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
এ সময় ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের,ক্যারাটে প্রশিক্ষক শিহান এইচ এম এন সি রানা। এবং এই চ্যাম্পিয়নশিপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেটার এম এস ধোনির মেন্টার শ্রী সত্য প্রকাশ কৃষ্ণা।
ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজক সেপি মৌসুমী পাল তিনি বলেন, এই চ্যাম্পিয়নশিপে ছেলে-মেয়েরা খেলতে পেরে ভীষণভাবে খুশি এবং তারা তাদের যোগ্যতায় মেডেল ছিনিয়ে নিয়েছে এ জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং সিহান রানা স্যার আর সত্য প্রকাশ কৃষ্ণাজিকে আমার আন্তরিক অভিনন্দন এই প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য। আমরা আশাবাদী ভবিষ্যতে আমরাও বাংলাদেশে ছেলে-মেয়েদের নিয়ে গিয়ে খেলাবো এবং বাংলাদেশ থেকেও বহু সংখ্যক ছেলে-মেয়ে আমাদের ভারতবর্ষে এসে এই ধরনের
প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
সেখানে ৫ টা দেশ অংশগ্রহণ করেন। ৫ দেশের ৮ জন মেয়ের মধ্যে অহিদা আক্তার নিশি রোকেয়া বাংলাদেশের হয়ে প্রথম হয়েছে।
বিভিন্ন জায়গা থেকে যে দেশুলো অংশগ্রহণ করেন,সেগুলো হলো বাংলাদেশ ইন্ডিয়া, নেপাল, শ্রীলংকা এবং চীন। ইতিপূর্বে বিভিন্ন দেশের কারাত প্রতিযোগিতায় তিনি অনেক বার প্রথম হয়ে বাংলাদেশের সুনাম অর্জন করে তাক লাগিয়েছেন তিনি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাগদূর্গাপুর গ্রামের মোহা মুন্তাজ আলীর মেয়ে মোসা রোকেয়া খাতুন তিনি ২০১৪ সালে কারাতে যোগ দেন ।
দেশে বিদেশে তার অর্জন মোট ৩৬ পদক, তার মধ্যে ২১ টি স্বর্ণ পদক, ৬ টি রৌপ্য পদক এবং ৯ টি তাম্র পদক পেয়েছেন। নারী খেলোয়াড় হিসেবে সবার কাছে প্রিয়।
জানা গেছে, বাংলাদেশ কারাতে জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে সবার মন জয় করেছেন মোসা রোকেয়া খাতুন।
Leave a Reply