আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদ থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। ইতোমধ্যে তিন উপাচার্য, অ্যাটর্নি জেনারেলসহ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তির পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে।
সরকারি বিশ্ববিদ্যালয়ের তিন উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য ও প্রক্টররা পদত্যাগ করেছেন। তারা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিনের কাছে এ ব্যাপারে চিঠি দিয়েছেন। দু-এক দিনের মধ্যে আরও কয়েক উপাচার্য সরে যাবেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে পদত্যাগপত্র জমা দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক অলক কুমার পাল ও প্রক্টর হারুন অর রশিদ। অধ্যাপক শহীদুর ২০২০ সালের ১৭ নভেম্বর শেকৃবির উপাচার্য পদে নিয়োগ পান। আর উপ-উপাচার্য পদে অলক কুমার নিয়োগ পান ২০২৩ সালের ৩০ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তাঁর সঙ্গে পদত্যাগ করেন প্রক্টর অধ্যাপক মুছা মিয়া, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম, জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ নার্গিস আক্তার, শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শ কেন্দ্রের উপপরিচালক ফয়জুন নাহার মিম।
পদত্যাগের দাবি উঠেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীনের। তাদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, পদত্যাগের জন্য তাদের বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শিক্ষকরা। গতকাল প্রক্টর শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিজন মোহন চাকি রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কারণ হিসেবে পারিবারিক সমস্যা ও অসুস্থতার কথা উল্লেখ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন।
এ ছাড়া উপাচার্যের পদত্যাগ দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রনেতারা। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমানের নেতৃত্বে গতকাল এ মিছিল হয়। তৌহিদুর রহমান বলেন, ‘হাসপাতালের ভেতর থেকে ডাক্তার লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালান। ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে আহত করা হয়েছে ছাত্র-জনতাকে।’
এ ব্যাপারে যোগাযোগ করেও এনবিআর চেয়ারম্যানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর একান্ত সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পদত্যাগ করার কোনো বিষয় নেই। তাঁর নিয়োগ চুক্তিভিত্তিক। সরকার বাতিল করতে পারে অথবা তিনি নিজে আবেদন করলে এক মাস পর কার্যকর হবে। তথ্য সুত্র
Leave a Reply