অভাবের তাড়নায় দত্তক দেয়া শিশু প্রশাসনের হস্তক্ষেপে ফিরে পেল পরিবার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভাবের তাড়নায় দত্তক দেওয়া কন্যা শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন। গত শনিবার রাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকতা শেষে শিশুটিকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটি ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের দরিদ্র শফিকুল-মরিয়ম দম্পতির পঞ্চম সন্তান। শিশুটি গত বৃহস্পতিবার দিবাগত রাতে জন্ম গ্রহণ করে। শিশুটির মা-বাবা শনিবার লাকী-আলমগীর নামের এক দম্পতির নিকট তাকে দত্তক দেন।
দু’দিনের দুধের শিশুকে দত্তক দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রসাশন। পরে প্রসাশনের হস্তক্ষেপে শিশুটিকে পরিবারে ফিরিয়ে আনা হয়। অভিযোগ উঠেছিলো ওই শিশুটিকে তার বাবা শফিকুল ইসলাম ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, টাকার বিনিময়ে সন্তানকে অন্যের কাছে বিক্রি করিনি। অভাবের সংসারে এতগুলো সন্তানের ভরণপোষণ করতে পারব না ভেবে দত্তক দিয়েছিলাম। শিশুটি যাতে অন্যের ঘরে ভালো থাকে। অভাবের কারণে এর আগে আরেকটি মেয়েকে দত্তক দিয়েছি। দুধের শিশুটি পরিবারে ফিরে এসেছে এতে ভালো লাগছে। তবে চার সন্তানের ভরণপোষন নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, অভাবের তাড়নায় শিশুকে দত্তক দেওয়ার খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফেরত দেওয়া হয়েছে। ওই দম্পতি এর আগেও এমন একটি ঘটনা ঘটিয়েছেন। তাদেরকে সতর্ক করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়েছে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটায়। শফিকুলের পরিবারকে সরকারি সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply