সৃষ্টি ডেস্ক:;ভূরুঙ্গামারীতে ৬৪ টি ধান ও গম মাড়াই মেশিন বিনামূল্যে পেলো কৃষি বিভাগের ৬৪ টি কৃষক সমিতি। রোববার আনন্দঘন পরিবেশে উপজেলা কৃষি অফিসে সমিতির প্রতিনিধিদের মধ্যে এ সকল মেশিন হস্তান্তর করেন সহকারী কমিশনার(ভূমি) মো: জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষিকর্মকর্তা আসাদুজ্জামান ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মাঝে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের এসকল সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান জানান, প্রতিটি সমিতিতে ৩০ জন করে কৃষক সদস্য রয়েছে। তারা তাদের প্রয়োজন মিটিয়ে অন্য কৃষকের কাছে নাম মাত্র মূল্যে ভাড়া দিতে পারবেন। বলদিয়া ইউনিয়নের কৃষক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ও পাইকেরছড়া ইউনিয়নের সভাপতি রুহুল আমিন জানান, মেশিন পাওয়ায় তাদের মাড়াই খরচ কমে যাবে এবং অর্থ আয় হবে। বিনামূল্যে মেশিন পেয়ে তারা খুশি। তারা কৃষি বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
Leave a Reply