নাগেশ্বরীতে হোটেল শ্রমিকের অন্ড কোষ কেটে আত্মহত্যার চেষ্টানাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে হোটেল শ্রমিক অন্ডকোষ কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, শ্রী প্রদিপ চন্দ্র নাগেশ্বরী উপজেলার বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করত। তার গ্রামের বাড়ী কুড়িগ্রাম সদরের কাঠাল বাড়ীতে। প্রায় পনের ষোল বছর পূর্বে রায়গঞ্জ ইউনিয়নের ভইডুবির পাড় (বডেরতল) গ্রামের কল্পনার সাথে বিয়ে হয়। তাদের সংসারে কোন সন্তানাদি নেই। প্রায় ছয় মাস পূর্বে হোটেলের চাকুরী ছেরে দিয়ে বেকার জীবন ও হতাশায় দিন কাটাচ্ছিল। নাগেশ্বরী চামাটার পাড় সাবান অফিসারের বাড়ীতে স্ত্রী সহ ভারায় বসবাস করত। গত ২৪ জুলাই রবিবার সকালে তার ভারা বাসায় বাধরুমে গিয়ে অন্ডকোষ কেটে ফেলে।
সুখাতী খেরবাড়ীর নিশি কান্ত জানায়, প্রদিপ আমার ভায়রা ভাই সে দীর্ঘদিন থেকে বেকার জীবন কাটাচ্ছিল।আমি নিজে তাকে পানের দোকান ধরিয়ে দিয়েছিলাম। কিন্ত কি কারনে এমন কাজ করেছে তা বলতে পারছিনা।ওই এলাকার মোস্তফা জামান দুলু জানায়, বাসার পাশ দিয়ে হেটে যেতে, ভিতরে চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখতে পাই প্রদিপ বাদ রুমে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পরে আছে।
পরবর্তীতে তার চিকিৎসার জন্য নাগেশ্বরী হাসপাতালে প্রেরন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিনা আক্তার রুমি জানায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
[…] […]