সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বারিধারার প্রেসিডেন্ট পার্কে স্মরণসভা করবে এরশাদ ট্রাস্ট। দিনব্যাপী কোরআন খতম, মিলাদ-মাহফিল এবং দুপুরে হাইকোর্ট মাজারে দুস্থদের মাঝে বিরিয়ানি বিতরণ করবেন বিদিশা এরশাদ।এছাড়া বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। রাজধানীর কাকরাইল মসজিদে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নেতাকর্মীরা। এরপর সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত কুলখানি, বিকেলে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ করবেন তারা।
জেনে নিন>> সমৃদ্ধি ও মডেল বাংলাদেশের রূপকার প্রেসিডেন্ট এরশাদ
Leave a Reply