কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈদ্যুতিক পাখার বাতাসে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩মে) বিকেলে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম (৪৫)। সে ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে এবং পেশায় ধান পাটের ব্যবসায়ী ছিলো।স্থfনীয় ও পরিবার সূত্রে জানাগেছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠানে বৈদ্যুতিক পাখার বাতাসে ধান উড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়। পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত মেইন সুইচে হাত লাগলে রফিকুল বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ডিউটি অফিসার এস আই মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মামলার করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply