কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস ওব বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোচনা সভা ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ভূরুঙ্গামারীর পাগলার হাট গ্রামীণ ব্যাংক এলাকায় ঈদ উপহার অনুষ্ঠানে এ্যাড আফতাব হোসেন মন্ডলের সভাপতিত্বে দুই শতাধিক শাড়ী,লুঙ্গী ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন এবং অন্যান্যদের মধ্যে সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান, ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply