কুড়িগ্রামে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার সনজিব কুমার ভাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে স্থলবন্দর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি সরকার রকীব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা,রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায়, সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিনসহ স্থলবন্দরের ব্যবসায়ী নেতারা অংশ নেন,পরে স্থলবন্দর আমদানি রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত একটি স্মারক লিপি ভারতীয় সহকারি হাইকমিশনারের হাতে তুলে দওয়া হয়।
এতে সোনাহাট স্থলবন্দরে প্রস্তাবিত ইমিগ্রেশন ব্যবস্থা দ্রুত চালু করণ। প্রবল চাহিদার বিষয়টি আমলে নিয়ে প্রতিদিন (৫০০টি) সর্বোচ্চ সংখ্যক ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করা। বন্দরের জিরো পয়েন্টে দুইদেশের ব্যবসায়ীদের আলাপচারিতা ও কাগজপত্র আদান প্রদানের সুযোগ দেয়া। বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের সময় হয়রানি বন্ধ করা। বিজনেস ভিসা প্রাপ্তি সহজ করা ও ভিসার মেয়াদ বাড়িয়ে ৫ বছর করাসহ স্থলবন্দরের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ব্যবসায়ীক সমস্যার কথা তুলে ধরেন।
ভারতীয় সহকারি হাইকমিশনার তার বক্তব্যে বলেন, সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুসহ সকল সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আকারে জানিয়ে দূত তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply