কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন আরও ২ জন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার(২৫ জুলাই) রাতে প্রকাশিত ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ২জনই ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তাদের ১ জন স্বাস্থ্য সহকারী ও অপর ১জন সিএইচসিপি।গত ২০ জুলাই তাদের নমুনা রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়।আজ শনিবার (২৬জুলাই) প্রকাশিত ফলাফল থেকে তাদের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার তথ্য পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা এখন ৩৩ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় কিংবা অন্য কোন উৎস থেকে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে তারা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা ভালো আছেন এবং মোটামুটি উপসর্গবিহীন বলে জানিয়েছেন আইসোলেশনে থাকা সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা মোটামুটি ভালো আছেন। উপজেলায় কোভিড আক্রান্ত ব্যক্তির মধ্যে এ পর্যন্ত সুস্থ ঘোষিত হয়েছেন ৩৩ জন। আজ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪২ জনের।২৬/৭/২০২০
Leave a Reply