২৫ বছর পলাতক থাকার পরে ১৬ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২৯ আগস্ট) ভোরের দিকে ভুরুঙ্গামারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি টিম গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলেন, কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হক এর ছেলে কাজী আজানুল হক (৬৫)।
পুলিশ জানায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্নসাৎ এর অভিযোগে মামলা করা হয়। উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকে পলাতক থেকে আত্মগোপনে ছিলেন। কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মুর্তজা, এস আই প্রলয় কুমার বর্মা, এস আই কাইয়ুম এসআই আমিনুল এবং এ এসআই শামীম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই আসামিকে ধরে নিয়ে যাওয়ার কথাটি আমি লোকমুখে শুনেছি। তবে অফিসিয়াল ভাবে জানি না।
Leave a Reply