কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতের সর্টসার্কিটের ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী ভস্মিভূত হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত আঃ খালেক এর পুত্র আব্দুল হকের বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে এবং এ আগুন পার্শ¦বর্তী সাবেক মেম্বার আঃ রশিদের বাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আব্দুল হকের এল প্যাটার্ন ঘর সহ সমস্ত বাড়ি ও আব্দুল রশিদ মেম্বার বাড়ির আংশিক পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে।পরে লোকজন এগিয়ে এসে দেখেন মূহুর্তেই আগুন বাড়িটির চারদিকে ও পার্শ^বর্তী বাড়িতে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply