কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে”কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ” প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষিত হয়।”কৃষি আবহাওয়া তথ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।এতে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এতে কৃষিকাজে খুব অল্প সময়ে সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে accuweathear.com ও মৌসুম ভিত্তিক শস্য চাষাবাদ জানার bamisportal.gov.bd নামে অন্য একটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়। এই ওয়েব সাইট দুইটির সাহায্যে খুব সহজেই কৃষকরা আবহাওয়ার পুর্বাভাস ও মৌসুমী ফসল চাষাবাদ করার কৌশল জানতে পারবে। এ সময় কুড়িগ্রাম জেলা কৃষি কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা,উপজেলাকৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply